ই-পেপার বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আগামী সপ্তাহে ফের দরকষাকষি: বাণিজ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৫, ১৮:৩১
আপডেট  : ১৪ জুলাই ২০২৫, ১৯:১৪
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় পর্যায়ের নেগোসিয়েশনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে। আগামী সপ্তাহেই আবার বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হবে।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, আমরা আশা করছি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে। আশা করি, বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে।

শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা হয়।

উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এ বিষয়ে নন ডিসক্লো‌জার অ্যাগ্রিমেন্ট রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র কী চেয়েছে বা কী আলোচনা হয়েছে তার বিস্তারিত বলা সম্ভব নয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় ধরনের অভিঘাত। সেজন্য সরকার সর্বাত্মক পর্যায়ে জড়িত থেকে কাজ করছে। ইতোমধ্যে কিছু কাজ করা হয়েছে, আরো কিছু কাজ করতে হবে। এখন আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করলাম। তাদের মতামত নিলাম। আমাদের প্রস্তুতি আছে। সামনে যেকোনও বিষয়ে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটি নিয়ে আমরা আলোচনা করব।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বিকেএমইএর সভাপতি মো. হাতেম বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যের যে আলোচনা হয়েছে সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের যা অবহিত করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের উপর রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। যুক্তরাষ্ট্র এ শুল্ক আরোপ করার পরে বিশ্ববাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে ৭ এপ্রিল এই শুল্ক ৯ জুলাই পর্যন্ত স্থগিত করে।

গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান। নতুন এ শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

এর মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। বাংলাদেশও দ্বিপাক্ষিক চুক্তি করার চেষ্টা করছে। সেজন্যই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআইয়েরের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। যদিও ওই সব বৈঠকে সব বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সম্মত হতে পারেনি।

সাংবাদিকদের ব্রিফিংয়ের আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, র‍্যাপিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা

বিশ্ববাজারে ৬ মাসে বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের প্রথম ৬ মাসে বেড়েছে ২৬ শতাংশ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা

মূলধনী যন্ত্রের আমদানি কমেছে সাড়ে ১৯ শতাংশ

গত অর্থবছরের প্রথম ১১ মাসে (মে পর্যন্ত) দেশে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে ১৯ দশমিক ৬

জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ আটক করল ইরান

ওমান সাগরে প্রায় ২০ লাখ লিটার (প্রায় ৫.২৮ লাখ গ্যালন) তেল পাচারের অভিযোগে একটি বিদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়

দশ সদস্যের কমিটি গঠন হয়েছে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ১১-১৩ আগস্ট

গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

বাংলাদেশে মুজিববাদীদের ঠাঁই হবে না: নাসীরুদ্দীন

ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ

গোপালগঞ্জে সহিংসতায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারী, মহাবিশ্ব, তার অন্তহীন অসীমতা, লিটন করের ক্যানভাসে আত্মার রেখাচিত্র

এনসিপির পথসভাকে কেন্দ্র করে মানিকগঞ্জ কঠোর নিরাপত্তা জোরদার

নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ

এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

কম্পিউটারের স্ক্রিন পড়ে পরামর্শ দেবে মাইক্রোসফটের এআই

নিরাপত্তা অবহেলায় নয় ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত

গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম

কিশোরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক অধিকার চর্চা করতেই ১৯ তারিখের সমাবেশ: জামায়াত

ভারতে ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ