বিশ্বসংগীতে ইতিহাস গড়লো জনপ্রিয় সংগীতদল বিটিএস

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস আবারও গড়েছে নতুন রেকর্ড। দর্শকপ্রিয়তায় তাদের শিল্পী দলটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে তিন কোটির বেশি অনুসারী ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বের কোনো সংগীত ব্যান্ড দলের অনলাইন প্ল্যাটফর্মে এতো বেশি অনুসারী দেখা যায়নি। যা বিশ্বে এবারই প্রথম করে দেখালো বিটিএস।

গত ২০ জুলাই ভক্তদের ভালোবাসার এ মাইলফলক স্পর্শের কথা বিটিএসই প্রথম সংবাদমাধ্যমে নিশ্চিত করে। এদিকে এ প্রসঙ্গে অনুরাগীদের জন্য বিটিএসের অন্যতম সদস্য জিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাস্যরসাত্মক বার্তা প্রকাশ করেন। লেখেন, গর্ব করার মতো কিছু পোস্ট করতে বলেছিল, এই নাও!

এই সরল অথচ মজার কথাটি ভক্তদের ভালো লাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
 
সাত সদস্য নিয়ে বাংটান বয়েজ বা বিটিএস নামে গানের দলটি ২০১০ সালে গঠিত হয়। এই ব্যান্ডের সাতজন সদস্য হলেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক। গানের এ ব্যান্ড দল এখন শুধু দক্ষিণ কোরিয়া নয়, সারা বিশ্বে জনপ্রিয়।
 
বিটিএসের অনলাইন প্ল্যাটফর্ম ২০১৯ সালের জুন মাসে চালু হয়। এখানে ভক্তরা তাদের পছন্দের শিল্পীদের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ পান। দেখতে পারেন বিভিন্ন গোপন ভিডিও, শুনতে পারেন বিশেষ বার্তা। এমনকি অনুষ্ঠানের টিকিট এবং শিল্পীদের পণ্য সংগ্রহের সুবিধাও রয়েছে সাইটটিতে। যেকারণে সাইটটি ছুঁয়েছে তিন কোটিরও বেশি অনুসারী।
 
বতর্মানে নতুন গানের সংকলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিটিএসের সদস্যরা। সামরিক দায়িত্ব পালন শেষে সাত সদস্যই এবার একসঙ্গে কাজ করছেন। তাই তাদের নতুন অ্যালবাম নিয়ে এখনই উন্মাদনা চলছে ভক্ত মহলে। বিটিএসের নতুন অ্যালবাম আগামী বছরের বসন্তে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

আমার বার্তা/এল/এমই