জমি নিয়ে বিরোধে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে হত্যার মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
 
সাজাপ্রাপ্তরা হলেন– নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলার বিচার চলাকালে হাতেম আলী মারা যান।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদশা শেখ নামে এক ব্যক্তি বাড়ি থেকে ধান শুকাতে যাওয়ার পথে প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করা হয় এবং হাসপাতালে নিতে বাধা দেয় হামলাকারীরা।
 
পরে নাজিরপুর থানা পুলিশের সহায়তায় স্বজনরা বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
 
ঘটনার দিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আদালত হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম (৫৬) ও জাহাঙ্গীরের স্ত্রী হাসি বেগমকে (৩৮) মামলার দায় থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই