ই-পেপার বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ গ্রেপ্তারকৃত চার জনের রিমান্ড মঞ্জুর

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৫, ১৬:৪৯
আপডেট  : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৭

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চারজনকে বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) কারাগারে আটক থাকা চার জনকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানো ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন: নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক বিজয় তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিচারক বলেন, দু'দেশের সম্পর্ক বিবেচনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বাদী হয়ে গত ৫ জুলাই এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূইয়া, হোসাইন সাহেদ, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশারফ, মহিউদ্দিন, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসাইন এবং মো. সোহাগ রানা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হন। তারা মলয়েশিয়ায় অবস্থান করা সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মালয়েশিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি কতিপয় নাগরিকদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধামে সদস্য সংগ্রহ এবং প্রচার-প্ররোচণা চালিয়ে আসছিল।

আসামিরা মালয়েশিয়ায় অবস্থান করে সে দেশের জননিরাপত্তা, জনসাধারণের আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কার্যক্রম পরিচালনা করে। পরে গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মালয়েশিয়ান পুলিশ তাদের গ্রেফতার করে। আসামিরা সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় দেয়া অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। পরে সংগৃহীত অর্থ ই-ওয়ালেট এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমে অন্যান্য দেশে অর্থ প্রেরণ করে। সংগঠনটির সদস্য হিসেবে বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিতো।

অভিযোগে আরও বলা হয়েছে, গ্রেফতার আসামিদের মালয়েশিয়ান পুলিশ পর্যায়ক্রমে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

গোয়েন্দা তথ্য বলছে, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে দেশের অখণ্ডতা, সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জননিরাপত্তা, জনসাধারণের কোনো অংশে আতঙ্ক সৃষ্টি উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে যে কোনো সময় বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে।

গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে তিন ধাপে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। গ্রেফতার পাঁচজনকে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

আমার বার্তা/এল/এমই

দশ সদস্যের কমিটি গঠন হয়েছে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জাহিদ মোমিন চৌধুরীকে সভাপতি ও সৈয়দ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ আটক ৩৫ অভিবাসী

মালয়েশিয়ার জোহর প্রদেশে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৫ জন বিদেশি অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ভ্রমণ বীমা করে মালদ্বীপ যাওয়ার পরামর্শ পর্যটকদের

অসুস্থতা, দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ভ্রমণ বীমাই দিতে পারে মালদ্বীপে ঘুরতে যাওয়া পযর্টকদের আর্থিক

মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মালয়েশিয়ার মেলাকা হাসপাতালের অপারেশন থিয়েটারে একজন নার্সকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবু বসির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদে এক-তৃতীয়াংশ সংরক্ষিত নারী আসন চায় সামাজিক প্রতিরোধ কমিটি

নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

গোপালগঞ্জে নিহত চারজনের দাফন-সৎকার সম্পন্ন, হয়নি ময়নাতদন্ত

গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই: নাহিদ ইসলাম

হাসিনার উপদেষ্টার ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

পঞ্চগড়ে সীমান্তে নারী-শিশুসহ ২৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

অভিজ্ঞতা ছাড়াই জনবল নেবে বিকাশ

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা

পেয়ারায় রয়েছে যেসব স্বাস্থ্য উপকারিতা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণকারী সেই চোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়

দশ সদস্যের কমিটি গঠন হয়েছে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ১১-১৩ আগস্ট

গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

বাংলাদেশে মুজিববাদীদের ঠাঁই হবে না: নাসীরুদ্দীন

ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ