আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে বাংলাদেশ: জি এম কাদের
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। আবারো প্রমান হলো, আামাদের ক্রিকেটাররা দারুণ প্রতিভাধর। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে বাংলাদেশ। সিরিজের বাকি ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও আাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
খন্দকার দেলোয়ার জালালী যুগ্ম মহাসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি।
আমার বার্তা/জেএইচ