শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা এএফসির

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ওই ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৭ জুলাই এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোর শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে বাফুফেকে এ জরিমানা করে এএফসি। হামজা চৌধুরী খেলায় এ ম্যাচ নিয়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়। তবে ম্যাচটি ২-১ গোলে হারে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি বাফুফে'কে দেড় হাজার ডলার জরিমানা দিতে হবে। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দুই মিনিট বিলম্ব করায় এই শাস্তি দেয়া হয়েছে বাফুফে'কে।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময়ও বিলম্ব হয়েছিল। জরিমানার পাশাপাশি বাংলাদেশকে সতর্কও করেছে এএফসি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।


আমার বার্তা/এল/এমই